ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়া প্রার্থীকে ডাকল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা না নিয়ে ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন এক প্রার্থী। ওই প্রার্থীকে কাগজপত্রসহ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে নির্ধারিত দিনে উপস্থিত হতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিলু হোসাইন রনির ১৭ তম মৌখিক পরীক্ষা না নিয়ে ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়া ও পুনরায় মৌখিক পরীক্ষা নিয়ে এর ফল প্রকাশ না করার অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে নিম্নেবর্ণিত কাগজপত্রাদির মূলকপিসহ আগামী ২০ জুন সকাল ১১টায় সংশ্লিষ্ট কর্মকর্তার অফিস কক্ষে শুনানিতে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

শুনানিতে উপস্থিত হবার সময় অভিযোগকারী সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র (Applicant Copy); সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল প্রবেশপত্র; সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; সকল শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র; সকল শিক্ষাগত যোগ্যতার প্রবেশপত্র; জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ