১৭তম নিবন্ধনে উত্তীর্ণ বয়স ৩৫ অতিক্রম করা প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে ১৭তম (৩৫+) শিক্ষক নিবন্ধন ফোরাম। এই তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের কাছে জমা দেবে সংগঠনটি। গুগল ফরমের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হবে।

এ বিষয়ে ১৭তম (৩৫+) শিক্ষক নিবন্ধন ফোরামের নেতা মো. রাজ্জাকুল হায়দার বলেন, বয়সে ছাড়ের দাবিতে আমরা মানবন্ধন করেছিলাম। সেই মানববন্ধনে চেয়ারম্যান স্যার আমাদের কাছে প্রকৃত ভুক্তভোগীদের একটি তালিকা চেয়েছিলেন। সেই তালিকা তৈরির লক্ষ্যে আমরা তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছি।

১৭তম (৩৫+) শিক্ষক নিবন্ধন ফোরামের আরেক নেতা মো. ইউসুফ জানান, যারা প্রকৃত ভুক্তভোগী কেবল তাদের তথ্যই চেয়ারম্যানের কাছে দেওয়া হবে। তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ। ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের তথ্য দেওয়ার আহবান জানাচ্ছি। 

গুগল ফরমে তথ্য দিতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ