৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হতে পারে কাল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৭৫৪ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ নিয়োগের অনুমোদন দেওয়া হতে পারে।

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করতে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুমোদন না মেলায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হওয়ায় এর আনুষ্ঠানিক ঘোষণা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দিতে পারেন। সেজন্য অনুমোদন দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রীর অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-২ শাখার এক কর্মকর্তা জানান, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ২৭ হাজার ৭৫৪ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হতে পারে। কোনো কারণে আগামীকাল সম্ভব না হলে আগামী সপ্তাহে চূড়ান্ত সুপারিশের অনুমোদন দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, প্রায় ২৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। মন্ত্রণালয় যেদিন অনুমতি দেবে আমরা সেদিনই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেব।
 
জানা গেছে, সারা দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। তবে যোগ্য প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে নিয়োগের জন্য ৩২ হজার ৪০০ এর অধিক প্রার্থীকে সুপারিশ করা হয়। পরবর্তী এসব প্রার্থী প্রথমবারের মতো অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেন।

প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে অনেক সময় প্রয়োজন হওয়ায় ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের চূড়ান্ত সুপারিশের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এজন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে সংস্থাটি। তৃতীয় গণবিজ্ঞপ্তিতেও একই প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।


সর্বশেষ সংবাদ