১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু কাল

পরীক্ষার্থী ও এনটিআরসিএ’র কার্যালয়
পরীক্ষার্থী ও এনটিআরসিএ’র কার্যালয়  © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৬ এপ্রিল)। এদিন রাত আটটা থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘‘এনটিআরসিএ কর্তৃক আয়োজিত সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাত ৮টা থেকে এনটিআরসিএ'র ওয়েবসাইট www.ntrca.gov.bd অথবা http://ntrca.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবদনকারীগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।’’


সর্বশেষ সংবাদ