লিটার প্রতি ডিজেলে ৩৪, অকটেনে ৪৬ টাকা বাড়লো

লিটার প্রতি ডিজেলে ৩৪, অকটেনে ৪৬ টাকা বাড়লো
লিটার প্রতি ডিজেলে ৩৪, অকটেনে ৪৬ টাকা বাড়লো  © ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম ৩৪ টাকা আর অকটেনের দাম ৪৬ টাকা বাড়ানো হয়েছে। 

শুক্রবার (৫ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এটি কার্যকর হবে।

দাম বৃদ্ধির প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘শুক্রবার রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে ডিজেলের খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা লিটার, কেরোসিন ১১৪  টাকা, অকটেন ১৩৫  টাকা ও পেট্রোল ১৩০  টাকা লিটার হবে।’’

আরও পড়ুন: ডিজেল-কেরোসিন-অকটেন-পেট্রোলের দামে বড় লাফ

এর আগে ২০২১ সালের নভেম্বরে সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ছিল ৮০ টাকা; যা নতুন প্রজ্ঞাপনে লিটার প্রতি ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে অকেটনের দাম ছিল ৮৯ টাকা। যা লিটার প্রতি ৪৬ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া লিটার প্রতি পেট্রোলের  ৮৬ থেকে ১৩০ অর্থাৎ লিটার প্রতি ৪৪ টাকা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এর আগে একবারে জ্বালানি তেলের মূল্য কখনো এত বৃদ্ধি করা হয়নি।


সর্বশেষ সংবাদ