মেস থেকে পলিটেকনিক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পলিটেকনিক ইন্সটিটিউট
পলিটেকনিক ইন্সটিটিউট  © সংগৃহীত

রাজশাহী নগরীতে জনি সুরাইয়া (২০) নামে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

রবিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকার একটি মেস থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

জনি সুরাইয়ার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামে। সপুরা ছয়ঘাটি এলাকায় তিনি একটি ছাত্রী নিবাসে ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম বলেন, ‘জনি সুরাইয়া মেসে একটি সিঙ্গেল রুমে থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাইরে থেকে তাকে অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে মেস মালিক বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’

বোয়ালিয়া মডেল থানার ওসি আরও বলেন, ‘বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।’


সর্বশেষ সংবাদ