ঢাকায় আসছেন না পাকিস্তানের হিনা রাব্বানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হিনা রাব্বানি খার ও হোসেন আমির-আবদুল্লাহিয়ান
হিনা রাব্বানি খার ও হোসেন আমির-আবদুল্লাহিয়ান  © ফাইল ফটো

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা আসার কথা ছিল পাকিস্তান-ইরানসহ বাকি দেশের পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীদের। তবে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের না আসার বিষয়টি নিশ্চিত করেছে।

এরপর জানা গেছে, ঢাকা সফর বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান।

ডি-৮ সম্মেলন বুধবার শুরু হবে। ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে ইসলামাবাদ ঢাকায় তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেও শেষ মুহূর্তে বাতিল করেছে।

কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।

বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন জোটের বর্তমান সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন।

আমন্ত্রণ পাওয়ার পর ইসলামাবাদ পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর পরিবর্তে প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সম্মেলনে ইসলামাবাদের হয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল হিনা রাব্বানির। হিনা রাব্বানি খার সশরীরে যোগ দেবেন বলে গত রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনও। কিন্তু সম্মেলনের এক দিন আগে হিনা রাব্বানির সফর বাতিল করলো ইসলামাবাদ।

কী কারণে পাকিস্তান শেষ মুহূর্তে এই সফর বাতিল করলো, তা স্পষ্ট হওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্র বলছে, সম্প্রতি ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুকে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ‘বিকৃত’ করে ছবি প্রকাশ করে। এরপর ঢাকার প্রতিক্রিয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের। প্রতিবাদের মুখে ফেসবুক পাতা থেকে বাংলাদেশের পতাকা ‘বিকৃত’ করে প্রকাশ করা ছবি সরাতে হয়েছে পাকিস্তান হাইকমিশনকে। যেটা হয়তো ভালোভাবে নিতে পারেনি ইসলামাবাদ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ানও কি কারণে সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন না জানা যায়নি।

উল্লেখ্য, ডি-৮ জোটের সদস্য হিসেবে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।


সর্বশেষ সংবাদ