মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশুর দুই ভাই-বোন ভর্তি হলো স্কুলে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১০:৫৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২২, ১০:৫৪ AM
ত্রিশালে সড়ক দুর্ঘটনার পর মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই শিশুর দুই ভাই-বোনকে স্কুলে ভর্তি হয়েছে। বোন জান্নাতুল ফেরদৌসি চতুর্থ শ্রেণি ও ভাই এবাদুল্লাহ এবাদত ভর্তি হয়েছে প্লে-শ্রেণিতে। শনিবার (২৩ জুলাই) উপজেলার রায়মনি এলাকার আনোয়ারা কিন্ডার গার্ডেনে তাদের ভর্তি করা হয়।
কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা গোলাপী বেগম এ তথ্য জানান। ভর্তির পর দুই শিশুকে নতুন বই, খাতা ও কলম কিনে দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর সভাপতি নাইমুল করিম লুইন। সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা শরীফ উদ্দিন শিপন।
পরে লুইন নবজাতকের বাড়িতে গিয়ে পরিবারের কাছে এক মাসের বাজার পৌঁছে দেন। এর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান নবজাতকের দুই ভাই-বোনের লেখাপড়ার দ্বায়িত্ব নিয়ে স্কুলে ভর্তি করান।
আরো পড়ুন: হেডফোন দিয়ে গান শুনছেন, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
গত ২০ জুলাই রায়মনি গ্রামে নিহত অন্তঃস্বত্ত্বা স্ত্রী, তার স্বামী ও মেয়ের কবর জিয়ারত করেন আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল ও নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী। পরে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করে শিশুর খোঁজ-খবর নেন।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিকেল পৌনে ৩টার দিকে কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না বেগম (৩২), স্বামী জাহাঙ্গীর আলম (৪০) ও ছয় বছরের মেয়ে সানজিদা। এ সময় পণ্যবাহী ট্রাকের চাকা ওই নারীর বুকের ওপর দিয়ে চলে গেলে পেট ফেটে জন্ম নেয় শিশুটি।