ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২২, ০৪:১৫ PM , আপডেট: ১২ জুলাই ২০২২, ০৪:১৫ PM
কুমিল্লায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে পা পিছলে পড়ে মেহেদী হাসান (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । নিহত মেহেদী ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
সোমবার বিকেলে কুমিল্লার লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরের সহপাঠীদের বরাতে তিনি জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সহপাঠীদের নিয়ে ফেনী থেকে লাকসাম যাচ্ছিল মেহেদী। টিকটক ভিডিও বানানোর জন্য নাচার সময় ডিশ লাইনের তারে পা প্যাঁচিয়ে ট্রেন থেকে পড়ে যায় সে।
ট্রেনের নিচে পড়ে দেহ ছয় টুকরা হয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নেয়। এরপর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সহপাঠীদের নিয়ে ফেনী থেকে লাকসাম যাচ্ছিল মেহেদী। টিকটক ভিডিও বানানোর জন্য নাচার সময় ডিশ লাইনের তারে পা প্যাঁচিয়ে ট্রেন থেকে পড়ে যায় সে।