পদ্মা সেতুতে আহত ২ মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু

পদ্মা সেতুতে আহত ২ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
পদ্মা সেতুতে আহত ২ মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু  © ফাইল ছবি

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া সেই দুই তরুণ মারা গেছেন। রবিবার (২৬ জুন) রাত সাড়ে দশটায় তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- হলেন- মোঃ আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু(২১)।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওই দুইজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের বাড়ি দোহার থানা এলাকায় বলে জানা গেছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

এর আগে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের গুরুতর আহত দুইজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্ত ও জুতা পড়ে আছে। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সেতুর উত্তর প্রান্তে কোনো দুর্ঘটনা ঘটেনি। অপর প্রান্তে ঘটতে পারে।

এদিকে, উদ্বোধনের একদিন পরই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল সোমবার (২৭ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ