পদ্মা-সেতুদের ৩ ভরি স্বর্ণের মালা উপহার দিলেন প্রধানমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুন ২০২২, ০৬:৫০ PM , আপডেট: ২০ জুন ২০২২, ০৭:০৫ PM
পদ্মা সেতুর নামে নামকরণকৃত তিন নবজাতক স্বপ্ন, পদ্মা ও সেতুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তাদেরকে এক ভরি করে তিনটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়ে এই উপহার দেন। উপহারের সঙ্গে ফলমূল ও পোশাকও পেয়েছেন ওই শিশুরা।
এর আগে ১৭ জুন একসঙ্গে তিন সন্তান জন্ম দেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এনি বেগম (২৪)। এরমধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে সেতুর আদলে। ছেলেটির নাম দেন স্বপ্ন, আর দুই মেয়ের নাম রাখেন পদ্মা ও সেতু।
এনি বেগম ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সম্প্রতি অপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।