মেয়েদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে বোরকা পরার নির্দেশ

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা
তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা  © ফাইল ছবি

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির নারীদের ঘরের বাইরে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন। আজ শনিবার এ আদেশ জারি করেন তিনি। খবর আল-জাজিরার। 

হাইবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশটি শনিবার কাবুলের এক অনুষ্ঠানে প্রকাশ করেছে তালেবান কর্তৃপক্ষ। আদেশে বলা হয়, ‘নারীদের উচিত মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা পরা। এটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ পোশাক।’

আদেশে আরও বলা হয়, ‘যেসব নারী খুব বেশি বয়স্ক নন, আবার তরুণও নন, তাদের অবশ্যই শরিয়া নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যেন মাহরাম (কাছের সম্পর্কের প্রাপ্তবয়স্ক পুরুষ স্বজন) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হওয়ার সময় তারা আকর্ষণ এড়াতে পারেন।’

তালেবান প্রধানের ওই আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাদের বাড়িতে অবস্থান করাই ভালো।


সর্বশেষ সংবাদ