আজ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট, পাবেন যেভাবে

আজ থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি
আজ থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি  © ফাইল ফটো

আজ শনিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঈদের যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ কমাতে পাঁচটি কেন্দ্র থেকে এবার পাওয়া যাবে ট্রেনের টিকিট। আজ ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকেট।

একইভাবে ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট মিলবে। রোজা ৩০টি হলে ৩ মে ঈদ হবে। সেক্ষেত্রে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের টিকেট। ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে। ওই দিনের ট্রেনের টিকেট বিক্রি হবে ১ মে।

সম্প্রতি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলের ঈদযাত্রার পরিকল্পনা সাজিয়েছি ৩ মে ঈদ ধরে। টিকিট কিনতে কমলাপুরে যাত্রীর একটা বিরাট ভিড় থাকে। এ জন্য এবার ঢাকার পাঁচটি কেন্দ্র থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। কেন্দ্রগুলো হলো কমলাপুর রেল স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, তেজগাঁও স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন  ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।

এর মধ্যে কমলাপুর থেকে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হবে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে। এ ছাড়া তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর রুটের আন্তঃনগর ট্রেন এবং দেওয়ানগঞ্জ স্পেশালের টিকিট বিক্রি হবে।

আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে। এ ছাড়া ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগমী আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে।

অনলাইনে (https://eticket.railway.gov.bd/) ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর কাউন্টারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না, সেগুলো শুধু কাউন্টার থেকে বিক্রি হবে।

আরো পড়ুন: শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ তৃতীয় পক্ষের ইন্ধনে: শিক্ষামন্ত্রী

এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন থাকবে। এর মধ্যে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ২৯ এপ্রিল থেকে ১ মে ও ঈদের পর ৪ মে থেকে ৮ মে। এ ছাড়া দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা দেওয়ানগঞ্জ রুটে একই সময়ে চলবে। খুলনা স্পেশাল ট্রেনটি ঢাকা-খুলনা রুটে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের অতিরিক্ত রেক দিয়ে চলাচল করবে। এটি আগামী ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চালানো হবে।

এ ছাড়া ঈদের দিন শোলাকিয়ায় স্পেশাল-১ ভৈরব বাজার ও কিশোরগঞ্জ রুটে এবং শোলাকিয়ায় স্পেশাল-২ চলাচল করবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে। ঈদের আগের ৭ দিন ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনে সাপ্তাহিক বিরতি থাকবে না। এতে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন পরিচালনা করতে পারবে রেলওয়ে। ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence