‘গায়েবি’ মামলায় ঢাবি অধ্যাপক তাজমেরী কারাগারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৮:২৭ AM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২২, ০৮:২৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি ‘গায়েবি’ মামলায় তাকে আটক করা হয়েছে।
তাজমেরী এস এ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: গণরুমে থাকতেন করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষার্থী সাজ্জাদ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি নাশকতার মামলায় অভিযোগপত্রে আসামি করা হয় তাজমেরী ইসলামকে। ওই মামলাল আসামি হওয়ার পর তিনি আদালতে হাজিরা দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তবে তার পরিবারের দাবি, উত্তরা এলাকায় মারামারি ও বিস্ফোরক নিয়ে গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে তাজমেরীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলাটি গায়েবি মামলা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে।
আরও পড়ুন: প্রতারক স্বামীকে তালাক দিলেন ঢাবি ছাত্রী
তাজমেরীর স্বামী মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাজমেরীর বিরুদ্ধে অহেতুক মামলা হয়েছে। কাশিমপুর কারাগারে তাঁকে খুব খারাপ অবস্থার মধ্যে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপককে যেভাবে হেনস্তা করা হচ্ছে, তাতে মনে হয় দেশে কোনো আইনকানুন নেই। মানবাধিকার বলতেও কিছু নেই।
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আখতারুজ্জামান ইলিয়াস জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুধু আদালতের আদেশ বাস্তবায়ন করেছি। কোন থানায় মামলা হয়েছে, কী নিয়ে মামলা সে বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।