তারুণ্যের শক্তিই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তারুণ্যের শক্তিই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। দেশের তরুণদের আরও বেশি আইটি বিষয়ক দক্ষতা অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের পথে নারীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যেকোনো ধরনের প্রযুক্তিভিত্তিক জ্ঞান একজন মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। সুতরাং সবাইকে এমন শিক্ষা-প্রশিক্ষণ লাভের মনমানসিকতা পোষণ করতে হবে।
আরও পড়ুন: ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও আশিকের ধর্ষণের শিকার
তিনি আরও বলেন, কোডার্স ট্রাস্ট আজ যা করছে তাতে আমাদের আরও অনেক অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। তারা আর কারো কাছে চাকরি খুঁজবে না, বরং তারাই এক সময় আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। আর সেখানেই কোডার্সট্রাস্টের সাফল্য।
আরও পড়ুন: রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে যা বললেন ভিসি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি আমেরিকান আইটি উদ্যোক্তা আজিজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান ও শিরিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, এনএসডিএর সাবেক চেয়ারম্যান ও কোডার্সট্রাস্টের উপদেষ্টা মো. ফারুক হোসেন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান।