সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে শীতল আবহাওয়া

সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে শীতল আবহাওয়া
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে শীতল আবহাওয়া  © ফাইল ছবি

উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে শীতের হিমেল হাওয়া। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মাসের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ তীব্রতা পেতে পারে। পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ রংপুর বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে এসেছে।

গতকাল রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের শীতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। এছাড়া দেশের অন্যান্য স্থানেও তাপমাত্রা কমতে শুরু করেছে।

পড়ুন: এইচএসসির ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সোমবারের মধ্যে উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহের পর্যায়ের তাপমাত্রা চলে আসতে পারে। আর সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ২০ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মাসের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ তীব্রতা পেতে পারে।

পড়ুুন: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পড়ুন: ড্রাগন ফল চাষের উপযোগী নোয়াখালীর মাটি ও আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ে মূলত উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ যখন বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন। এটি এখন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মাসের বাকি সময়জুড়ে শীত ক্রমাগত বাড়তে থাকবে।


সর্বশেষ সংবাদ