খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, উত্তরপত্রসহ গ্রেফতার ২

আটক মাহফুজ ও ইব্রাহিম
আটক মাহফুজ ও ইব্রাহিম   © সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর থানার পুরাতন তেহের গ্রামের মো. জেহের আলী কবিরাজের ছেলে মাহফুজ আহমেদ ও চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ থানার ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম।

আরএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন মাহফুজ ও ইব্রাহিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছোট ইলেকট্রনিক ডিভাইস, তিনটি মোবাইল ফোন প্রশ্ন ও উত্তরপত্র উদ্ধার করা হয়।

পরে তাদের আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনের কানের ভেতর থেকে এয়ারপড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ