চাকরির বয়সসীমা বাড়ানোর কর্মসূচিতে পুলিশের বাধা

চাকরির বয়সসীমা বাড়ানোর কর্মসূচিতে পুলিশের বাধা
চাকরির বয়সসীমা বাড়ানোর কর্মসূচিতে পুলিশের বাধা  © সংগৃহীত

চাকরির বয়সসীমা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ অভিযোগ উঠেছে। এসময় কর্মসূচি পালনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ছাত্র মৈত্রী এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের নেতারা জানান, পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২টায় শতভাগ শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান, পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের ন্যুনতম ৫০ শতাংশ বেতন-সেমিস্টার ফি মওকুফ করা, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে নতুন করে প্রজ্ঞাপন ঘোষণা করা, ১৭ সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করার দাবিতে সচিবায়ল ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এর একপর্যায়ে ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙ্গে ফেললে পুলিশ হামলা চালায়।

এ হামলার নিন্দা জানিয়ে ছাত্র মৈত্রীর নেতারা বলেন, করোনা অতিমারির শুরু থেকেই বিভিন্ন সময়ে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রধানের মাধ্যমে সরকারকে বারবার শতভাগ শিক্ষার্থীকে করোনা টিকা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলাম। গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজগুলো খুলে দেওয়া হলেও এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ