‘প্রভাবশালীদের অনেকেই পেয়েছে আশ্রয়ন প্রকল্পের ঘর’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ভূমিহীন আন্দোলনের মানববন্ধন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ভূমিহীন আন্দোলনের মানববন্ধন।   © টিডিসি ফাইল ফটো

প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছেন। এতে ভূমিহীনরা খুশি হয়েছিল। প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও এ ঘর ভূমিহীনদের মাঝে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ঘর নির্মাণ এবং বরাদ্দের সিংহভাগ লুটের অভিযোগ ‍উঠেছে। তাদের মাঝে যে ঘর হস্তান্তর করা হয়েছে, তারা সে ঘরে থাকতে ভয় পাচ্ছেন।’

বক্তারা আরও বলেন, ‘অনেক জায়গায় প্রকৃত ভৃুুমিহীনকে ঘর দেওয়ার বদলে প্রভাবশালীদেরকেই আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। আবার মাননীয় প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন আশ্রয়ন প্রকল্পের ঘর হাতুড়ি-শাবল দিয়ে ভাঙ্গা হচ্ছে। আমরা দুর্নীতিবাজ এবং দূর্বৃত্তদের জাতীর সামনে পরিচয় করিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পে কোন ধরণের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। আমরা আমাদের রাষ্ট্রীয় অধিকার যে কোন মূল্যে আদায় করে নেব।’

এ সময় দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচন করার পদ্ধতি বাতিল, ভূমিহীনদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন এবং বেকারত্ম দূরীকরণে প্রত্যেক এলাকায় কারখানা স্থাপনসহ মোট ৫ দফা দাবি পেশ করা হয়।


সর্বশেষ সংবাদ