চরফ্যাশনে ইউপি নির্বাচনে সংঘর্ষ, নিহত ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২১, ১২:৫২ PM , আপডেট: ২১ জুন ২০২১, ১২:৫২ PM
ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকেদের সংঘর্ষের সময় গুলিতে এক সমর্থক নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৫)। তিনি হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তাৎক্ষণকিভাবে তার পরিচয় জানা যায়নি।
চরফ্যাশন সদর থানার ওসি মনির হোসেন জানান, এক যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি গুলিতে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী ইয়াসিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও ছোরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়। চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে সকাল ৮টায় দেশের ২০৪ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।