বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ হচ্ছে না

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়   © ফাইল ফটো

দেশের বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স বন্ধ করা হচ্ছে না। তবে যে সকল কলেজে বিষয় রয়েছে কিন্তু শিক্ষক কিংবা শিক্ষার্থী নেই সেগুলো বন্ধ করে দেয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণা অনুযায়ী যে কলেজগুলোতে শিক্ষক-শিক্ষার্থী নেই সেখানে শর্ট কোর্স চালু করা হবে। শিক্ষার্থীরা যেন স্নাতক শেষ করে অন্তত একটি চাকরি পায় সেভাবেই তাদের গড়ে তোলা হবে।

এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা সব বেসরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স উঠিয়ে দেয়ার কথা বলিনি। যে কলেজগুলোতে বিষয় থাকলেও শিক্ষক-শিক্ষার্থী নেই সেগুলো বন্ধ করার কথা বলেছি।

উপমন্ত্রী আরও বলেন, আমরা যত্রতত্র স্নাতক-স্নাতকোত্তর চালু করতে চাই না। এই কলেজগুলো দক্ষ জনবল তৈরি করতে পারছে না। এই কলেজগুলোতে চার মাস কিংবা ছয়মাস মেয়াদী ট্রেড কোর্স চালু করা হবে। যেন আমাদের গ্রাজুয়েটরা অন্তত একটি চাকরির ব্যবস্থা করতে পারে।


সর্বশেষ সংবাদ