দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে আজ

আজ দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে
আজ দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে  © ফাইল ফটো

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আজ শনিবার (৩ এপ্রিল) একদিনে ১৩ হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এক বার্তায় জানান, বিদ‍্যুৎ উৎপাদন ১৩ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করেছে।

তিনি জানান, আজ শনিবার রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এটি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!