ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে হেফাজতের নেতাকর্মীরা

  © সংগৃহীত

বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ রবিবার (২৮ মার্চ) দেশব্যাপী হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

জানা গেছে, হরতালের সমর্থনে সকাল থেকেই হেফাজতের নেতা-কর্মীরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় জড়ো হতে শুরু করেন। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। শিমরাইল ইউটার্ন এলাকায় অবস্থান নিয়ে তারা টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। যে কারণে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই হেফাজতের নেতা-কর্মীরা এলাকাটিতে অবরোধ সৃষ্টি করে। বিভিন্ন পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ডিআইটি, চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইলসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ দেখেছেন।

সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ শিমরাইল পয়েন্টে বক্তব্য রাখেন।

এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, হেফাজত নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence