রাজধানীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা

  © ফাইল ফটো

রাজধানীতে আগামীকাল শুক্রবার (১২ মার্চ) থেকে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষামেলা শুরু হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ মেলা শেষ হবে ১৩ মার্চ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন শিক্ষামেলা উদ্বোধন করবেন।

‘প্রিমিয়ার ব্যাংক ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা’ শীর্ষক এ মেলার আয়োজন করে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব)। সংগঠনটি ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করছে। মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংক। এছাড়া আগামী ১৬ ও ১৭ মার্চ সিলেট আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিতব্য মেলায় থাকবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্পট অ্যাডমিশন, শিক্ষা ঋণ, ভিসা প্রসেসিং, ভর্তির সময়কাল, বসবাসের খরচ, শিক্ষাবৃত্তি, সেশনসহ যাবতীয় তথ্য জানার ব্যবস্থা। শিক্ষাবিষয়ক দেশের ৪০টি কনসালটেন্সি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করবে। এছাড়া বিশ্বের ৩০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণ করবেন।

মেলায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ফাউন্ডেশন, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্নের যাবতীয় তথ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। এছাড়া মেলায় উচ্চশিক্ষায় পরামর্শ, ভর্তি মূল্যায়ন, টিউশন ফি, বৃত্তি, প্রবাসে শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টাসহ যাবতীয় বিষয় জানা যাবে।

এ বিষয়ে ফ্যাকড-ক্যাব প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক (হ্যাপী) বলেন, বিদেশে মানসম্পন্ন শিক্ষাগ্রহণের যাবতীয় তথ্য এ দেশের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence