স্কুলমাঠ দখলমুক্ত করল প্রাথমিকের শিক্ষার্থীরা

দখলমুক্ত মাঠে খেলাধুলা করছেন শিক্ষার্থীরা
দখলমুক্ত মাঠে খেলাধুলা করছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

টিনের প্রাচীর ভেঙে নিজেদের বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করেছেন প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শনিবার (২ জানুয়ারি) বিদ্যালয়ে নতুন বই আনতে গিয়ে মাঠ দখলমুক্ত করেন তারা।

যশোরের অভয়নগরে ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন কাজে সহযোগিতা করেছেন স্থানীয়রা।

জানা গেছে, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় গত ১৫/২০ দিন পূর্বে স্থানীয় একটি কুচক্রী মহল খেলার মাঠের মধ্যখানে প্রায় পাঁচ শতাংশ জমি অবৈধভাবে দখল করে এবং রাতের আঁধারে টিনের প্রাচীর নির্মাণ করে। আজ সকাল ১১টায় নতুন বই আনতে গিয়ে সেই প্রাচীর ভেঙে স্কুল মাঠে খেলা শুরু করেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। দ্রুত সময়ের মধ্যে উভয়পক্ষকে কাগজপত্র সহকারে তলব করা হবে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence