চলে গেলেন বাঁহাতি স্পিনের পথিকৃৎ রামচাঁদ গোয়ালা

  © ফাইল ফটো

কিংবদন্তী ক্রিকেটার রামচাঁদ গোয়াল মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) ভোরে ময়মনসিংহের ব্রামেনপালিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম লেগ স্পিনার রামচাঁদ গোয়াল। দীর্ঘদিন খেলেছেন ঘরোয়া লিগে। ১৯৬২ সালে ভিক্টোরিয়ার হয়ে ঢাকা লিগে অভিষেক হয়ৈ তার। আশি থেকে নব্বই দশকের মাঝামাঝি সময়ে টানা ১৫ মৌসুম খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে।

কলকাতায়ও ম্যাচ খেলতে গিয়েছিলেন রাঁমচাদ। ১৯৮৩ সালে বাংলাদেশের হয়ে পশ্চিমবঙ্গের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচও খেলেছেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটের বাঁহাতি স্পিনের জোয়ার শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। ঢাকার ক্লাব ক্রিকেটে তিনি খেলে গেছেন ৫৩ বছর বয়স পর্যন্ত। খেলেছেন ভিক্টোরিয়া, জিএমসিসি, মোহামেডান ও আবাহনীর মতো ক্লাবে। শেষদিকে নিজে না খেললেও যুক্ত হন কোচিং পেশায়। বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন তাঁর ছাত্র।


সর্বশেষ সংবাদ