কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৮:৪৮ PM
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার তার ফলাফল পজিটিভ এসেছে। তিনি বর্তমানে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ইয়াছিন আসামির সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ‘কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজে কারাবন্দিদের ডিউটি করতেন। তাঁকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’