বিদ্যুৎ বিভাগে চাকরি দেওয়ার নাম করে ক্যারিয়ার বিডির প্রতারণা

  © সংগৃহীত

প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে চাকরি দেওয়ার কথা বলে ভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে ক্যারিয়ার বিডি নামে একটি প্রতিষ্ঠান।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মার্চ ২০১৯ তারিখে দৈনিক জনকন্ঠ পত্রিকায় ‘ক্যারিয়ার বিডি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান ‘প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে চাকুরি’ শিরোনামে বিভিন্ন পদে ১৯০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর সাথে বিদ্যুৎ বিভাগের কোন সম্পর্ক নেই। দেশের নিরীহ মানুষকে প্রতরণা করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য।

ক্যারিয়ার বিডি লিমিটেডের এ হীন প্রচেষ্টার সাথে জড়িতদের সুনির্দিষ্ট তথ্যসহ নিকটস্থ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থায় বা থানায় অথবা বিদ্যুৎ বিভাগের ৯৫১৩৩৬৪ নম্বরে কিংবা dsadmin@pd.gov.bd ইমেইলে জানানোর জন্য অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।

উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০১৯ তারিখে দৈনিক ডেইলি স্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে ১৭টি শুন্যপদ পূরনকল্পে প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence