সুপার সাইক্লোন ‘ফণী’র বিপদ এড়াতে যা যা করণীয়

  © সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আগামীকাল শুক্রবার বাংলাদেশে আঘাত হানবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এটি বাংলাদেশ অতিক্রম করার সময় গতি বেগ হবে ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার। ইতিমধ্যে সকল ধরণের নৌচলাচল বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া দুর্যোগ মোকাবেলায় বিআইডব্লিউটিএ’র সকল কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

তবে এই সময়টা নিজেদের প্রস্তুতি নেয়ার সময়। হাত গুটিয়ে বসে থাকলে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি নাগরিকদেরও কিছু কর্তব্য থাকে নিজের ও দেশের সুরক্ষার প্রতি কিছু করার জন্য। ভয়াবহ এই ফণীর আঘাত হানার পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কিছু বিষয়ে নজর রাখলে বড় ধরনের কোনও দুর্ঘটনা বা বিপদ থেকে এড়ানো সম্ভব।

এবার তাহলে নাগরিক হিসেবে নিজেদের করণীয় সম্পর্কে জেনে নেয়া যাক-

  • সবার আগে যেটা জরুরি তা হল প্যানিক না করা৷ মাথা ঠাণ্ডা রেখে বিপদের মোকাবিলা করতে হবে।
  • বাড়ির আশেপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে আগে তা কেটে ফেলুন।
  • প্রবল ঝড়ে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন। যেমন আলগা হয়ে যাওয়া ইট, টিন, ময়লার বাক্স, সাইন বোর্ড ইত্যাদি। কারণ দমকা হাওয়ায় এই সব উড়ে গিয়ে কোনও বিপদ ঘটাতে পারে।
  • বাড়িতে মেরামতের প্রয়োজনের হলে আগেই সেটা করিয়ে নিন।
  • হাতের সামনে কাঠের বোর্ড রাখুন৷ কাঠ বিদ্যুৎ অপরিবাহী।
  • লন্ঠন বা হ্যারিকেন এবং টর্চ হাতের কাছে রাখুন।
  • বাড়িতে খাবার মজুত করে রাখুন৷ বিশেষ করে নষ্ট না হয় এমন শুকনো খাবার৷ সব পাত্রে পানীয় জল ভরে রাখুন।
  • প্রয়োজনীয় ওষুধ মজুত করে রাখুন৷ ফার্স্ট এড বক্স হাতের কাছে রাখবেন।
  • কাজে যাওয়ার থাকলে আগে বাড়ি থেকে বের হন৷ অথবা কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন।
  • ঝড়ের সময় বাড়িতেই থাকুন৷ বাড়ির এমন এক জায়গা বেছে নিন যেখানে নির্ভয়ে থাকতে পারবেন।
  • কাঁচের জানলা থাকলে আগে থেকে তাতে শক্ত করে বোর্ড জাতীয় কিছু ঝুলিয়ে দিন৷ না হলে জানলা ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • বাড়ির একতলায় যদি মিটার বক্স থাকে তাহলে ইলেকট্রিকের তার ঠিক আছে কিনা দেখে নিন৷ অনেক সময় মিটারের তার ঝুলে সেখান থেকে বিপত্তি ঘটে যেতে পারে।
  • পরিস্থিতির উপর নজর রাখুন৷ কোনও গুজবে কান দেবেন না।
  • সাইক্লোন অ্যালার্ট জারি হলে অন্তত ২৪ ঘণ্টা আগে থেকে সতর্ক থাকুন।

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence