এনসিপির অর্থ দাতাদের নাম প্রকাশ করতে চান নাহিদ, তবে...

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম  © ফাইল ফটো

গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থসহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও ভবিষ্যতে ক্রাউডফান্ডিং অর্থাৎ অনলাইনে গণচাঁদা সংগ্রহ করা হবে বলেও তিনি জানান। তবে অর্থ দাতাদের নাম ও তালিকা প্রকাশ করলে কিছু ‘সমস্যা’ হতে পারে বলে জানান এই নেতা।

শুক্রবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অর্থের উৎস নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দলকে নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ বলেন, এনসিপির অর্থের উৎস প্রকাশ করার ইচ্ছে থাকলেও দাতাদের ‘ক্ষতির আশঙ্কায়’ ও কিছু ‘সমস্যা’ থাকায় তা প্রকাশ করা যাচ্ছে না। বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অস্থায়ী কার্যালয়ে এনসিপির প্রথম সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে এনসিপির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। সে সমাবেশে সারাদেশে থেকে কর্মী সমর্থকরা আসেন। আন্দোলনের তরুণ এই নেতারা তাদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের খরচের টাকা কোথা থেকে পেয়েছেন, এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক পরিসরে।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বিষয়টি সামনে আনলে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের সূত্র ধরে এই সংস্কৃতিটা আসুক যে আর্থিক সহায়তা কোত্থেকে আসছে এবং কোন খাতে ব্যয় করা হচ্ছে তা যেন তুলে ধরা যায়। এই সংস্কৃতিটা সব রাজনৈতিক দলে আসা উচিত। এককভাবে এই সংস্কৃতি আমাদের পক্ষে মেনে চলা সম্ভব নয়।

তিনি বলেন, আমরা যদি তাদের (দাতা) নাম প্রকাশ করি তারা যে কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আমরা চাই, এই সংস্কৃতিটা চালু হোক। সবাই সেই সংস্কৃতি গ্রহণ করুক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence