দুই বিভাগের ১২৪২ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৫, ০৪:১৯ PM

গণঅভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আরও এক হাজার ২৪২ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। তারা সবাই ‘গ’ ক্যাটাগরির (সামান্য আহত) ময়মনসিংহ ও সিলেট বিভাগের জুলাই যোদ্ধা। এর মধ্যে ময়মনসিংহের ৫৩৪ ও সিলেটের ৭০৮ জন।
গত বুধবার (৫ মার্চ) গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) বরিশাল বিভাগের ‘গ’ শ্রেণির আহত ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা এবং ভাতা পাবেন। যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন তিন লাখ টাকা পাবেন। সামান্য আহত (গ-শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তারা কোনো ভাতা পাবেন না।