ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সাখাওয়াত

ড. এম সাখাওয়াত হোসেন
ড. এম সাখাওয়াত হোসেন  © সংগৃহীত

আসন্ন ঈদে যদি কোনো লঞ্চে বেশি ভাড়া নেয় তাহলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন 
নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন তিনি। 

সাখাওয়াত হোসেন বলেন, ‘১৫ রমজান থেকে স্পিডবোট, বাল্কহেড চলবে না। লঞ্চের ফিটনেস থাকতে হবে। যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। নির্ধারিত গতির ওপরে লঞ্চ চালানো যাবে না। যাত্রী নিরাপত্তায় প্রতি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য থাকবে। লঞ্চের কোনো সিরিয়াল ভাঙা যাবে না।’ 

নৌপরিবহণ উপদেষ্টা বলেন, ‘কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা যাবে না। এটা ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীকে বলা হয়েছে। অহেতুক কোনো লঞ্চে তল্লাশিও করা যাবে না। লঞ্চের কোনো সিরিয়াল ভাঙা যাবে না। অনিয়ম করলে প্রয়োজনে সেই লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। আজকালের মধ্যেই ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে আগামী ১৫ রোজা থেকে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস থামিয়ে রাখা যাবে না। জনগণের দুর্দশা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি নিজে পুরো বিষয়টি তদারকি করব। আমি নিজে সদরঘাট যাব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence