কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি গ্রেফতার হওয়ার দাবিটি মিথ্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ০৬:১১ PM

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুনের ঘটনা নিয়ে ইন্টারনেটে ছড়ানো একটি দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে কাফি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ করেন যে, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এ ঘটনার পর একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যাতে বলা হয়, ‘নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে অগ্নিসংযোগের নাটক সাজিয়েছে নুরুজ্জামান কাফি, এবং যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।’
ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়নি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই দাবিটি প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি নিউজ ভিডিওটি পর্যবেক্ষণ করার পর, দেখা যায় যে, ভিডিওর শুরুতে এক সংবাদ উপস্থাপক কাফির গ্রেফতার হওয়ার কথা জানান, তবে উপস্থাপকের কথা বলার ভঙ্গি এবং অডিওর মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে।
এছাড়া ভিডিওতে দাবি করা হয়েছে যে, যৌথ বাহিনীর অনুসন্ধানে কাফি নিজেই অগ্নিসংযোগ করেছেন এবং পরে আওয়ামি লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
নুরুজ্জামান কাফি বর্তমানে তার ভেরিফায়েড ফেসবুক পেজে সক্রিয় রয়েছেন এবং গ্রেফতার হওয়া নিয়ে কোনো তথ্য নেই।
রিউমর স্ক্যানার টিম আরও জানিয়েছে, গ্রেফতার হওয়া দাবি করা ছবিগুলোর বেশিরভাগই এডিটেড। এক ছবিতে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের মুখমণ্ডল কাফির মুখমণ্ডলে প্রতিস্থাপন করা হয়েছে, আর অন্য ছবিতে কুমিল্লা আওয়ামী লীগ নেতা কবির শিকদারের গ্রেপ্তার হওয়া ছবিতে কাফির মুখ বসানো হয়েছে।
এছাড়া, আরেকটি ছবিতে গ্রেফতারকৃত ভুয়া সেনা সদস্যের মুখে কাফির মুখ বসানো হয়েছে।
এতে বিষয়টি পরিষ্কার যে, নুরুজ্জামান কাফির গ্রেফতার হওয়া এবং তার বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ মিথ্যা এবং সাজানো।