কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি, নিহতের মা-বাবা যা বলছেন

  © সংগৃহীত

কক্সবাজারে নির্মাণাধীন বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। হামলায় বিমানবাহিনীর চারজন সদস্য আহত হন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি বিমানবাহিনীর ঘাঁটির পাশে সমিতিপাড়ার বাসিন্দা কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার মো. নাছির উদ্দিনের ছেলে। নাহিদের মা আমেনা খাতুন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তাঁদের একমাত্র ছেলে নাহিদ। নাহিদ বিবাহিত। তাঁর স্ত্রী ও চার বছরের ছেলে আছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে শিহাব কবির নাহিদ গুরুতর আহত হন। বিমানবাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তবে নিহত নাহিদের বাবা নাছির উদ্দিন অভিযোগ করেছেন, বিমানবাহিনীর সদস্যের ছোড়া গুলিতে তাঁর ছেলে নিহত হয়েছেন।

নাহিদের মা-বাবা যা বলছেন

নাহিদের মা আমেনা খাতুন বলেন, ‘ঘটনার সময় নাহিদ বাড়িতে ছিল। হইচই, গোলাগুলির শব্দ শুনে ঘরের দরজায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি গুলি এসে তার মাথায় লাগে। গুলিতে মাথার খুলি উপড়ে মগজ বেরিয়ে আসে। হাসপাতালে নিতে নিতেই আমার ছেলের জীবন শেষ হয়ে গেল।’

আরও পড়ুন: ভোল পাল্টে ছাত্রদলে ভিড়ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা

বাবা নাছির উদ্দিন বলেন, ‘আমার ছেলেকে বিমানবাহিনী গুলি করে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই।’

নাহিদ কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গতকাল রাতে নাহিদের হত্যার বিচার চেয়ে মিছিল করেন এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মিছিল শেষে তাঁরা শহীদ মিনারে গিয়ে সভা করেন। সেখান থেকে নাহিদের হত্যার বিচারের দাবি জানানো হয়।


সর্বশেষ সংবাদ