জুলাই শহীদ পরিবারের সদস্যদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

 জুলাই গণঅভ্যুত্থান
জুলাই গণঅভ্যুত্থান  © সংগৃহীত

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি ঘোষণা করা হয়। প্রথমে ৩০ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, আর কিছু দল নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছে, কিন্তু যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের হত্যার বিচার নিয়ে কেউ কিছু বলছে না।

শহীদ পরিবারের সদস্যরা আরও বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার, কিন্তু তারা শহীদ পরিবারের কষ্ট বুঝতে পারছে না। হত্যার সাথে জড়িত পুলিশ ও হেলমেট বাহিনীর সদস্যদের অনেককেই এখনও গ্রেফতার করা হয়নি।


সর্বশেষ সংবাদ