নীলফামারীবাসীর প্রাণের দাবি পূরণ করল জেলা প্রশাসন
- রায়হান কবির, নীলফামারী
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ AM

নীলফামারী শহরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে জেলায় প্রথম শিশুপার্ক স্থাপিত হয়েছে। কোমলমতি শিশুদের জন্য দীর্ঘদিন ধরে একটি বিনোদনকেন্দ্রের দাবি থাকলেও তা উপেক্ষিত ছিল। এবার সেই দাবি পূরণে এগিয়ে এসেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ‘নীলাম্বরী’ নামে শিশুপার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
শিশুপার্ক উদ্বোধনের পর শুক্রবার বিকাল থেকেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। প্রবেশমূল্য নির্ধারণ করা হয় ৩০ টাকা। আর পার্কের প্রতিটি রাইড ব্যবহারের জন্য পরিশোধ করতে হবে আরও ৩০ টাকা।
পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, আমার দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরবাসী একটি শিশুপার্কের দাবি জানিয়ে আসছিলেন। জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় সেই দাবির বাস্তবায়ন সম্ভব হয়েছে। ‘নীলাম্বরী’ শিশুদের বিনোদনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বিনোদন অপরিহার্য। কিন্তু এত দিন নীলফামারীতে এমন কোনো সুযোগ ছিল না। নতুন আশা নিয়ে ‘নীলাম্বরী’ শিশুপার্ক চালু করা হলো, যা শিশুদের জন্য আনন্দের নতুন দ্বার উন্মোচন করবে।
শিশুপার্কটি উদ্বোধনের পরপরই শিশু ও অভিভাবকদের মধ্যে আনন্দের ঢল নেমে আসে। শিশুদের উচ্ছ্বাস, হাসি আর কৌতূহলে পার্কের চারপাশ মুখর হয়ে ওঠে।
ফারজানা শাহ নামের এক অভিভাবক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এত দিন নীলফামারীর শিশুদের জন্য বিনোদনের তেমন কোনো জায়গা ছিল না। অবশেষে ‘নীলাম্বরী’ তাদের স্বপ্ন পূরণ করল। এখানে এসে শিশুরা আনন্দে মেতে উঠছে, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।