রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন অনুষ্ঠিত

  © টিডিসি রিপোর্ট

রাঙ্গামাটিতে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন ২০২৫ উপলক্ষ্যে জেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহিদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, সদর জোন কমান্ডার জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মো: হারুনুর রশীদ হারুন প্রমুখ।

এর আগে সকাল সাড়ে আটটায় শহরের আসামবস্তী -কাপ্তাই সড়কের লাভ পয়েন্ট থেকে হাফ ম্যারাথন শুরু হয়ে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে গিয়ে শেষ  হয়।ম্যারাথনে বিভিন্ন বয়সী ৩শত নারী পুরুষ অংশ নেয়।


সর্বশেষ সংবাদ