জাতীয়করণ দাবি: ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৭ PM

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের করার দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড়ের দিকে রওনা হয়েছেন। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন।
গতকাল মঙ্গলবার শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন আজ দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে মার্চ টু যমুনা পালন করবেন। সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সাত দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।