‘বিএনপি সত্য কথা বলে, আন্তর্জাতিকভাবে সেটি স্বীকৃত হয়েছে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ PM

বিএনপি সত্য কথা বলে এবং আন্তর্জাতিকভাবে সেটি স্বীকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ দাবি করেন, ‘জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বিএনপির পূর্বের দাবিগুলোকে সত্য বলে নিশ্চিত করেছে। গত ১৭ বছর ধরে বিএনপি যে বক্তব্য দিয়ে আসছে, আজ আন্তর্জাতিক সংস্থাগুলো সেটিই বলছে। আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনও সত্য বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ বিএনপি সত্য কথা বলে এবং আন্তর্জাতিকভাবে সেটি স্বীকৃত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগ সরকারের পক্ষে আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক মহল এখন স্পষ্টতই বুঝতে পারছে, বাংলাদেশে কী ঘটছে।’
কুয়েটের ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে কমিট গঠন করে দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গঠিত কমিটি দোষীদের চিহ্নিত করবে এবং জানাবে ঘটনার জন্য কারা দায়ী। তবে আমাদের মূল দাবি হলো স্বৈরাচারের পতন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।
বিএনপির আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের ওপর বারবার নির্যাতন চালানো হয়েছে, কিন্তু বিএনপি জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। বিএনপি কখনো ভয় পায় না। আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব।’