বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ  © সংগৃহীত

বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। 

ফেসবুক পোস্টে আসিফ লেখেন, 'গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে।' 

জুলাই আন্দোলনে অংশগ্রহণ প্রসঙ্গে তরুণ এই উপদেষ্টা লেখেন, 'সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।' 

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। 


সর্বশেষ সংবাদ