সংবাদমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড বন্ধ করতে যে পরামর্শ দিলেন পিনাকী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ PM

দেশে বিভিন্ন গণমাধ্যমের নাম, লোগো ও ফেসবুক ফটোকার্ডকে কাজে লাগিয়ে ভুয়া ও অপতথ্যের প্রচার আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই হার আরও বেড়েছে বলে রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভুয়া ফটোকার্ড বন্ধ করতে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সরব হয়েছেন। সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ড প্রচার বন্ধের জন্য দিয়েছেন পরামর্শ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পোস্টে গণমাধ্যমের নামে প্রচারিত ভুয়া ফটোকার্ড সম্পর্কে কথা বলেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোকে সরকারের তথ্য মন্ত্রনালয় থেকে একটা নির্দেশনা দেয়া উচিৎ যে, তারা যে সমস্ত ফটোকার্ড বানাবে সেটায় মুল নিউজের একটা কিউ আর কোড দেবে। ফলে ফটোকার্ডটা অথেন্টিক কিনা সেটা চেক করা যাবে সহজেই। ভুয়া ফটোকার্ড বানানো বন্ধ হবে। আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই মাঝে মধ্যে ফটোকার্ড দেখে।’
পিনাকী আরও বলেন, ‘সরকার থেকে না বললেও সংবাদমাধ্যমগুলোর এটা অনুসরণ করতে পারে। তাহলে কয়েকদিন পরপর আলাদা করে জানাতে হবে না যে আমাদের নামে ছড়ানো এই ফটোকার্ড ভুয়া।’