আ.লীগকে ‘জম্বিলীগ’ ও শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ বললেন সোহেল তাজ

সোহেল তাজ
সোহেল তাজ  © সংগৃহীত

আওয়ামী লীগকে ‘জম্বিলীগ’ ও শেখ হাসিনাকে ‘ডেভিল রানী’ উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ সম্প্রতি তার ফেসবুক পোস্ট করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, জাতিসংঘের তদন্তে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী।

সোহেল তাজ তার পোস্টে লেখেন, জাতিসংঘের তদন্ততে বলা হয়েছে যে জুলাই-অগাস্ট ছাত্র/জনতা গণঅভুত্থানে গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার দল/সরকার দায়ী- শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে শিশু এবং ছাত্র/জনতার উপর গুলি চালানো হয় যার ফলে সত সত প্রাণহানি হয়, ৬০০ বেশি অন্ধ হয়ে যায় আর হাজার হাজার মানুষ আহত হয়।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ওই পোস্টে আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে কঠোর সমালোচনা বলেন, এখন দেখার বিষয়, আওয়ামী জোম্বিলবডিলীগ (Zombieleague) এর ব্রেইনওয়াশড জোম্বিরা জাতিসংঘের এই রিপোর্ট এর পর কি ভাবে তাদের জোম্বি/ডেভিল রানীর ছাফাই গাবে।
 
দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া জোম্বিলীগ (Zombileague) এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করে। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিত এবং তাৎক্ষণিক প্রভাব বুঝতে এ অনুসন্ধান চালানো হয়।


সর্বশেষ সংবাদ