ধারাবাহিক আন্দোলনে ভালোবাসা দিবস-ফাগুনের ফুল ব্যবসায় ধ্বস

ক্রেতার অপেক্ষায় শাহবাগের ফুল ব্যবসায়ী
ক্রেতার অপেক্ষায় শাহবাগের ফুল ব্যবসায়ী  © টিডিসি ফটো

ফাগুনের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। সেই সঙ্গে চলছে অমর একুশে বইমেলা। সবমিলিয়ে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধাসহ অন্যান্য ফুলের। তবে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ইস্যুতে শাহবাগ মোড় অবরোধ ও মানববন্ধন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সবচেয়ে বড় ফুলের পাইকারি ও খুচরা বাজারের ব্যবসায় ধ্বস নেমেছে বলে জানিয়েছেন শাহবাগের ফুল ব্যবসায়ীরা।    

জানা যায়, ভোর থেকেই রাজধানীর সবচেয়ে বড় ফুলের পাইকারি ও খুচরা বাজারে জমে উঠে। রাজধানীসহ আশপাশের জেলা থেকে এখানে খুচরা ফুল ব্যবসায়ীরা ফুল কিনতে আসেন। বেলা বাড়ার সাথে সাথে পাইকারি বেচা বিক্রি শেষ হয়ে যায়। পরে শাহবাগে থাকা দোকানগুলোতে খুচরা ও পাইকারি ফুল বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ে রাস্তার ওপরে বসেছে ফুলের পাইকারি বাজার। সকাল ৮টার ভিতর পাইকারি বেচা-বিক্রি শেষ হয়ে যায়। পাইকারি বাজারে ক্রেতার উপচে পড়া ভিড় ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১২টার দিকে যায়, দোকানগুলোয় খুচরা ক্রেতাদের উপস্থিতি কম দেখা যায়। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্রেতা নেই বললেই চলে।

শাহবাগ এলাকার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, ভালোবাসা দিবস উপলক্ষ্যে শাহবাগ এলাকায় উপচে পড়া ভিড় থাকে। এবার নেই বললেই চলে। আবহাওয়ার কারণেও ফুলের বাজার কম। গোলাপ ফুল ১০ টাকাতে বিক্রি হচ্ছে না। এছাড়াও গত বছর ১০০ গোলাপ ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ বছর ১০০ গোলাপ ৫শ’ টাকাতেও বিক্রি হচ্ছে না। 

তারা আরো জানান, এবার খুচরা ক্রেতা অনেক কম। ঢাকার বাইরে অনেক ফুল গেলেও এবার তা যাচ্ছে না। এমনকি ফুলের ব্যবহারও ধীরে ধীরে কমে যাচ্ছে। ফুলের পরিবর্তে আর্টিফিশিয়াল ফুলের ব্যবহার বেড়েছে।

শাহবাগের এক দোকানি বলেন,  ‘আমি ১৯৯০ সাল থেকে ফুল ব্যবসায় আছি। আমার ৩৫ বছরের ব্যবসায় এবারেই ব্যবসায় সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে। শুধু আমার নয়, সবার ব্যবসায় খারাপ যাচ্ছে। শাহবাগ হলো ঢাকার প্রাণ কেন্দ্র। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে ঘুরতে আসে ও ফুল কিনে। কিন্তু প্রতিদিন কোন না কোন কারণে শাহবাগ অবরোধ করে আন্দোলন হচ্ছে। এতে বিভিন্ন এলাকা থেকে লোকজনও অনেক কম আসছে, বেচা কেনা অনেক কম হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence