নোয়াখালীতে ট্রাকচাপায় দুই শিশুশিক্ষার্থী নিহত
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ AM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ PM

নোয়াখালী সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় মাইজদী-নতুন হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকার মো. সাদ্দামের মেয়ে আসমা আকতার (৬) ও আবুল কালামের ছেলে আরাফাত হোসেন (৬)। সম্পর্কে দুজনে মামতো-ফুফাতো ভাই বোন।
আরও পড়ুন: রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি
স্থানীয়রা জানান, নিহত দুই শিশু স্থানীয় দারুস্সালাম তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের মতো তারা আবুল কালামের সঙ্গে সাইকেলে চড়ে মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে অপর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত হলে আবুল কালামকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা মালবাহী ট্রাকটিকে আটক করে রাখেন।