ইজতেমায় পদদলিত হয়ে আহত ৪০

হাসপাতালে আহতরা
হাসপাতালে আহতরা  © সংগৃহীত

বিশ্ব ইজতেমার ময়দানে ছুটোছুটি করে পদদলিত হয়ে অন্তত ৪০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) টঙ্গি ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইজতেমার ময়দানে একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্‌বিদিক ছুটোছুটি শুরু করে। এসময় পদদলিত হয় অনেকে। 

আহতরা হলেন রাজধানীর দক্ষিণ খানের আবুল কালাম (৬০), রামপুরার আব্দুল করিম (২৮), বাড্ডার সাইদুলইসলাম (৩৮), নারায়নগঞ্জের আল-আমীন (৩২), আনোয়ার হোসেন (৪৩), আমজাদ (৩০), টঙ্গীর ওবায়দুল্লাহ (৫২), কবির হোসেন (৪৬), নাজিম উদ্দিন (৪০), বাসেত (১৩), খোকন (৪৩), মোবিন (১৮), আয়নাল হক (২২), জহুরুল (২৮), টঙ্গীর পাগাড় এলাকার জাফর উদ্দিন (৩১), আরিচপুরের কবির হোসেন (৩০), আউচপাড়ার মকবুল হোসেন (৩৬), আব্দুল্লাহপুরের রায়হান (২৭), সোহাগ বানু (৬০), গাজীপুরের জয়নাল (৫৪), কাওসারুল আলম (২৮), গাজীপুরের তারগাছ এলাকার রাতুল (১৮), জয়দবেপুরের জয়নাল আবদেীন (২৪), জয়দবেপুর চৌরাস্তা এলাকার মোশারফ (৩০), মাছিমপুর এলাকার কোরবান আলী (২৫), হবিগঞ্জেরে সিজিল (৬০), টাঙ্গাইলের গোপালপুরের সাইফুল ইসলাম (৩০), সালামত (১৮), মোস্তাকিম (১০), গাজীপুরের শ্রীপুরের মাওনার আমজাদ সরকারের ছেলে জুয়েল (২৫), সিলেটের গোলাপগঞ্জের জহুরুল ইসলাম (৩১), ময়মনসিংহের ধোবাউড়ার আলী নেওয়াজ (৩৮), নাটোরের আফতাব উদ্দিন (৪৩), নাটোরের মামুন হোসেন (২৯), নবাবজঞ্জের আমান (২২)। তাদেরকে টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে টঙ্গীর পাগাড় এলাকার জাফর উদ্দিন জানান, আমি মোনাজাত করছিলাম। হঠাৎ সামনে হৈচৈ শুরু হলে মুসল্লিরা ছুটোছুটি করতে থাকে। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে আমি আহত হই।

অপর আহত মকবুল হোসেন বলেন, আমি টিনশেড মসজিদের ভেতরে মোনাজাত ধরেছিলাম। হঠাৎ দেখি চারপাশে ধাক্কাধাক্কি শুরু হয়েছে। দৌড়ানোর সময় পড়ে গেলে মুসল্লিরা আমার উপর দিয়ে দৌড়ে গেলে আহত হই।

টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল বিন সিরাজ জানান, এখন পর্যন্ত ৪০ জনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ড্রোন আতঙ্কে মুসল্লিরা দৌড়াতে গিয়ে পদদলিত হয়ে আহত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence