বন্যাদুর্গতদের অর্থ সহায়তা দিলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি

  © সংগৃহীত

বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি। স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) নিউ ইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা। তাদের উদ্যোগের জন্য এমন ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভুঁইয়া।

এসময় তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যোগে বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তারমধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার ডলারের চেক দিয়েছেন। আশা করি এই অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে আমরা পৌঁছে দিবো। এসময় তিনি ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোনো উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান।

নিউ জার্সি, ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে বলে জানান সংগঠনের নেতারা।

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে সংগঠনটি আনন্দিত বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালির প্রেসিডেন্ট ফারহানা আফরোজ।

সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে। দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র মত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেনারেল সেক্রেটারি মিনহাজ সিদ্দিকী।

এসময় টেলিভিশনটির অফিসে বাংলাদেশি কমিউনিটির শিশুরাও উপস্থিত ছিল। বাংলাদেশের বন্যার্তদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানান। অলাভজনক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১ সাল থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ট্রাইস্ট্রেট ভিত্তিক ভূমিকা পালন করে আসছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence