‘আমরা ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০০ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৫ AM

গেল বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের একাংশ রাজধানীর কাওরান বাজার সড়ক অবরোধ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে যানজট তৈরি হয়েছে।
এ সময় তারা বলেন, ‘আমরা ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।’
তারা আরও বলেন, ‘আমরা ঋণ করে চলছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদের এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের আরও কর্মী আসছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’
গত বছরের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে বুধবার সকাল থেকেই সড়কের ওপর অবস্থান করছেন মালয়েশিয়া গমনেচ্ছু এসব কর্মী।
এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়েছে। অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে পান্থপথ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।