অবহেলিত বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়ক: উন্নয়নের দাবি এলাকাবাসীর

বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়ক
বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়ক  © টিডিসি ফটো

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সরু সড়ক, অসংখ্য বাঁক এবং ভারি যানবাহনের চলাচলের কারণে সড়কটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। স্থানীয়রা সড়কটির দ্রুত সংস্কার ও চারলেনে উন্নীত করার দাবি জানাচ্ছেন।  

বরিশাল থেকে বাকেরগঞ্জ হয়ে বরগুনা সদর পর্যন্ত সরাসরি যোগাযোগের একমাত্র পথ এই সড়ক। যদিও ২০২৪ সালে এটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়, তবুও সড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট। ৫৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ৪৫টি বাঁকের কারণে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।  

একজন যাত্রী বলেন, ‘বাকেরগঞ্জ যাওয়ার পথে ৪০ থেকে ৫০টি বাঁক আছে। যখন আমরা বাঁকগুলো ক্রস করি তখন মনে হয় এই বুঝি পড়ে গেলো। অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা অনেক বেশি। যদি রাস্তাগুলো প্রশস্ত করা হয় বা বড় করা হয় তাহলে আমাদের জন্য যোগাযোগ করাটা সুবিধা হতো।’

বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, বরগুনার পর্যটন শিল্প বিকাশে প্রধান অন্তরায় হলো সরু ও বাঁকপূর্ণ সড়ক। সড়কটি উন্নত না হওয়ায় পর্যটকদের আসতে কষ্ট হয়, যা অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।’

এই সড়কে দিনের বেলায় পুলিশের টহল থাকলেও রাতে ৪০-৫০ টন ওজনের ভারি পণ্যবাহী ট্রাক চলাচল করে। অথচ সড়কটির ধারণক্ষমতা মাত্র ২৫ টন। 

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, ‘বরগুনা জেলায় কোনো ওজন স্কেল নেই। সুতরাং একটা গাড়িকে হুট করেই কিছু বলতে পারি না। যেটা দৃষ্টিগোচর হচ্ছে ওভারলোড কিন্তু কাগজ কলমে এটা প্রমাণ করতে পারছি না। এখানে একটা ওজন স্কেল স্থাপন করা প্রয়োজন।’

যদিও বিগত সরকারের আমলে সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের জন্য পরিকল্পনা হাতে নিয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এই সড়কটি প্রশস্ত করার কার্যক্রম এবং বাঁকগুলোকে সোজা করা যায় কি না সে বিষয়ে একটা প্রজেক্টের কার্যক্রম চলছে বলে প্রধান প্রকৌশলী আমাকে জানিয়েছেন। এরইমধ্যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছি আঞ্চলিক সড়কটিকে যেন চারলেনে রূপান্তর করে এবং বাঁকগুলোকে অপসারণ করে যেন সোজা করতে পারে।’

বরিশাল বরিশাল জোনের সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান বলেন, ‘এই সড়ককে আঞ্চলিক মহাসড়ক মানে উন্নয়নের লক্ষ্যে আমাদের বিভাগ থেকে একটি স্টাডি কার্যক্রম চলমান রয়েছে।’

বরিশাল-বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কটি চারলেনে উন্নীত হলে জেলার পর্যটন অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে গতি আসবে। পাশাপাশি বরগুনা জেলাটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence