ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জামায়াতের

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান  © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা শাখার দীর্ঘ ১৭ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত এই সম্মেলনে হাজারো কর্মীর সমাগম ঘটে।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বৈষম্যহীন, জোট নিরপেক্ষ সমাজ গঠনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন থাকবে। কোনো ধর্ম নিয়েই বাড়াবাড়ি করা যাবে না।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবেন কাকে তারা বেছে নেবেন। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, করতেও দেব না। দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির মো. আজিজুর রহমান এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।  

সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছিল, কিন্তু পরিবর্তন করেছে নিজেদের ভাগ্য। দেশ আজ দুর্নীতি ও বৈষম্যে জর্জরিত। এছাড়া সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।  

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য বদরউদ্দিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. আমিন উদ্দিন আশিকসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ