আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে পুড়ে দগ্ধ পুলিশ কর্মকর্তার মৃত্যু

পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান
পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান  © ফাইল ফটো

আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্তব্যরত ছিলেন।

জানা গেছে, মৃত মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন তিনি। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এস আই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।

এর আগে, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতাবশত ইট ভাটায় পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। 

পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় বার্ন ইউনিটে টানা ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেন মেহেদী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence